শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইমস স্কোয়ারে অস্ত্র নেয়া নিষিদ্ধ

কাগজ রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   303 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাইমস স্কোয়ারে অস্ত্র নেয়া নিষিদ্ধ

ম্যানহাটনের টাইমস স্কোয়ারকে অস্ত্রমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। স্টেট গর্ভনর ক্যাথি হোকল ও সিটি মেয়র এরিক এডামস বুধবার ৩১ আগষ্ট এ ঘোষণা দেন। অস্ত্র বহনের এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ৬ এভিনিউ থেকে ৮ এভিনিউ ব্যাপী ও ৪০ স্ট্রিট থেকে ৫৩ স্ট্রিট পর্যন্ত। একই সাথে স্পর্শকতার আরও কয়েকটি স্থানে অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে সাবওয়ে,স্কুলস,উপসানালয় , রেষ্টুরেন্টস, বার ও ক্লাব।

ক্যাথি হোকল বলেছেন, নিউইর্য়কারদের নিরপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত মেনেই স্থানীয়ভাবে আমরা জননিরাপত্তায় কাজ করে যাচ্ছি।

নিউইয়র্ক সিটি মেয়র বলেন, ‘অস্ত্রমুক্ত এলাকা’র ঘোষণা অমান্য করলে ৪ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। এ সংক্রান্ত সিটি কাউন্সিল একটি আইনও তৈরি করেছে। তিনি আরও বলেন, টাইমস স্কোয়ার এলাকায় কোন চেক পয়েন্ট বসানো হবে না। নতুন করে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হবে না। তবে বড় আকারে সাইনবোর্ডে লেখা থাকবে ‘অস্ত্রমুক্ত এলাকা /আর্মস ফ্রি জোন’ বা ‘ফায়ার আমস আর প্রোহিবিটেড’। এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে অস্ত্র কেনার জন্য ন্যুনতম বয়স ২১ বছর হতে হবে। এর আগে ছিল ১৮ বছর।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com