নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 568 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কস্থ চট্রগ্রাম সমিতির সাবক সভাপতি মরহুম আব্দুল হাই জিয়ার পরিবার এক সংবাদ সম্মলনে সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফকে মিথ্যা বলার জন্য প্রকাশ্যে চট্রগ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন । মরহুম জিয়ার স্ত্রী শাহিদা শিকদার হাই সংবাদ সম্মেনে বলেন, মোহাম্মদ হানিফ এক ফেসবুক স্ট্যটাসে মরহুম জিয়া সম্পর্কে কটূক্তিমুলক কমেন্ট করেছেন। জিয়া নাকি চট্রগ্রাম সমিতির ২ লাখ ডলার আত্মসাৎ করেছে। শাহিদা এ অভিযোগ অস্বীকার করে বলেন, হানিফ সাহেব যদি এমন ঘটনা প্রমাণ করতে পারেন তবে তা ফেরত দিতে আমি ও আমার পরিবার প্রস্তুত। আর তা না পারলে হানিফকে জনসন্মুখে প্রকাশ্যে চট্রগ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। জ্বনাবা শাহিদা হাই বলেন, গত ৭ ডিসেম্বর ছিল জিয়ার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে দোয়া মাফিলের কথা উল্লেখ করে আমাদের ১৪ বছরের মেয়ে মুন জারিন হাই একটি ফ্লায়ার তৈরি করেন। তা চট্রগ্রাম সমিতির নেতা লিটন খান ও মতিউর ফেসবুকে তা পোষ্ট করে। এই পোষ্টের ওপর চট্রগ্রাম সমিতির সাবেক সিনিয়র নেতা মোহাম্মদ হানিফ কটূক্তিমূলক কমেন্ট করেন। এতে আমাদের পরিবার মারাত্মকভাবে আহত হয়েছে। কোন সুস্থ ও স্বাভাবিক মানুষ পরলোকগত একজনকে নিয়ে এমন স্ট্যাটাস দিতে পারে না। চট্রগ্রামের একজন প্রতিবাদী নারী হিসেবে হানিফের মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়ালাম। আমাদের গোটা পরিবার চট্রগামের কৃতি সন্তান হাই এর বিরুদ্ধে কুৎসা রটনাকারিদের বিরুদ্ধে লড়ে যাবে। শুক্রবার ৯ ডিসেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সন্ধ্যায় মরহুম আব্দুল হাই জিয়ার পরিবার এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে মরহুম জিয়ার ছেলে ইশফাক ও মেয়ে মুন তাদের বাবাকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আবেকঘন বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন মরহুম জিয়ার ছেলে ইশফাক বিন হাই , মেয়ে মুন জারিন হাই, চট্রগ্রাম সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশরাফ আলী খান লিটন, এম এ জাফর, শফিউল আলম শিকদার, লীগ অব আমেরিকার অন্যতম নেতা ও কমিউনিটি একটিভিস্ট বেদারুল ইসলাম বাবলা, বিশিষ্ঠ সিপিএ সারওয়ার চৌধুরী, এম উদ্দিন ফোরকান, নাজের উদ্দীন, শফিউল আলম শিকদার, শাহাব উদ্দিন চৌধুরী লিটন,, ইমানুল হক ,আবুল কাশেম, বদিউল আলম, শাহিনুর আলী, সৈয়দ শাকিল হক, হাফিজা হোসেন, নারগিস রহমান, তুলি চৌধুরী, বিউটি ইয়াসমীন ও মোঃ হাসান ।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam