মনোয়ারুল ইসলাম | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 1381 বার পঠিত | পড়ুন মিনিটে
মরহুম আব্দুল হাই জিয়া নিউইয়র্কস্থ চট্রগ্রাম সমিতির সভাপতি ছিলেন। ছিলেন সফল ব্যবসায়ী ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক। ২০২০ সালে করোনাকালীন সময়ে তিনি মারা যান। গত বুধবার ৭ ডিসেম্বর ছিল তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে দোয়া মাফিলের আয়োজন করে তার ১৪ বছরের মেয়ে মুন জারিন হাই একটি ফ্লায়ার তৈরি করেন। তা চট্রগ্রাম সমিতির নেতা লিটন খান ও মতিউর ফেসবুকে পোষ্ট করে। এই পোষ্টের ওপর চট্রগ্রাম সমিতির সাবেক সিনিয়র নেতা মোহাম্মদ হানিফ কটূক্তিমূলক কমেন্ট করেন। এতে মরহুমের পরিবার মারাত্মকভাবে আহত হয়। বুধবার রাতে লিটন খান ও মতিউর চৌধুরী জিয়া পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের জন্য প্রেস রিলিজ প্রদান করে। শুক্রবার ৯ ডিসেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে সন্ধ্যা ৭টায় মরহুম আব্দুল হাই জিয়ার পরিবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
লীগ অব আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ও মরহুম জিয়ার স্ত্রী শাহিদা শিকদার হাই প্রতিবেদকের সাথে বৃহস্পতিবার আলাপকালে বলেন, চট্রগ্রামের একজন সিনিয়র ব্যক্তি জিয়া সম্পর্কে অর্থনৈতিক অসততার বিষয় উত্থাপন করেছেন। একজন মৃত ব্যক্তির সম্পর্কে সোশাল মিডিয়ায় তিনি এ ভাবে লিখতে পারেন না। এতে আমার সন্তানরা সংক্ষুব্ধ। উনি যদি প্রমান দিতে পারেন তবে সব দায়দেনা আমি পরিশোধ করে দেব। আর প্রমান দিতে না পারলে তার পরিণতি হবে ভয়াবহ। আমি এ ব্যাপারে সাংবাদিক ও কমিউনিটির সহযোগিতা চাই।
Posted ১১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam