রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
৬০০০ নতুন এপার্টমেন্ট তৈরি হবে ইস্ট ব্রংকস এলাকায়

পার্কচেষ্টার মেট্রো নর্থের ভ্যান নেষ্ট স্টেশন তৈরি হচ্ছেঃ  ২৫ মিনিটেই মিডটাইন ম্যানহাটন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   379 বার পঠিত

পার্কচেষ্টার মেট্রো নর্থের ভ্যান নেষ্ট স্টেশন তৈরি হচ্ছেঃ  ২৫ মিনিটেই মিডটাইন ম্যানহাটন

মেট্রো নর্থের পার্কচেষ্টার ভ্যান নেষ্ট স্টেশন তৈরি হচ্ছেঃ  ২৫ মিনিটেই মিডটাইন ম্যানহাটন

ব্রংকসের পার্কচেষ্টারে থামবে মেট্রা-নর্থ ট্রেন। ২৫ মিনিটেই যাত্রীরা পৌঁছে যাবেন পেন স্টেশন বা মিড টাউন ম্যানহাটনে। পার্কচেষ্টার ভ্যান নেষ্ট স্টেশনসহ ইস্ট ব্রংকসে আরও ৩টি মেট্রো-নর্থ স্টেশন তৈরি করা হচ্ছে। এ স্টেশনগুলো হচ্ছে মরিস পার্ক, হান্টস পয়েন্ট ও কো-অপ- সিটি।

গত শুক্রবার ৯ ডিসেম্বর নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকল এ ঘোষণা দেন। তিনি বলেন, গত ৩০ বছর ধরে এই প্রোজেক্টের কথা সবাই বলে আসছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু হলো। এতে নর্থ ও ইস্ট ব্রংকসের হাজার হাজার মানুষ অল্প সময়ে ওয়েস্ট সাইড ম্যানহাটনে আসতে পারবেন। রেগুলার সাবওয়েতে লাগে ৭৫ মিনিট। এ প্রোজেক্ট সম্পন্ন হলে তারা ২৫ মিনিটেই যাতায়াত করতে পারবেন। মেট্রো-নর্থ সরাসরি পেন স্টেশনে যায় না। এ কারনে মেট্রো-নর্থের যাত্রীরা অ্যামট্রাকের হেলগেট লাইনের কানেকশনের মাধ্যমে পেন স্টেশনে যাতায়াত করবেন। এ জন্য ৩.১ বিলিয়ন ডলারের বাজেট বরাদ্দ করা হয়েছে। যা এসেছে বাইডেন প্রশাসনের ইনফ্রাস্ট্রাকচার বিল থেকে। নিউইয়র্ক স্টেট সিনেটর চাক শ্যুমার এ বরাদ্দ পেতে বলিষ্ঠ ভূমিকা রখেছেনে।
এই প্রোজেক্ট সম্পন্ন হতে ৫ বছর সময় লাগবে। ২০২৭ সাল থেকে ব্রংকসবাসী এর সুফল পেতে শুরু করবেন। এদিকে মেয়র এরিক এডামস এই প্রোজেক্টের সমান্তরালে ইস্ট ব্রংকসে ৬ হাজার পরিবারের আবাসিক কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com