বুধবার ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টক অব দ্যা কমিউনিটি

পাঠক প্রিয় সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   864 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঠক প্রিয় সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল

নিউইয়র্কের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল । পত্রিকাটি উচ্চ মুল্যে কিনে নিলেন প্রবাসের পরিচিত মুখ গোল্ডেন এজ হোম কেয়ার ও নিউইয়র্ক ইনস্যুরেন্সের কর্ণধার শাহ নেওয়াজ। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জাকারিয়া মাসুদ জাকারিয়া প্রতিবেদককে বলেন, পরিস্থিতির কারনে পত্রিকাটির ব্যবস্থাপনার পরিবর্তন হলো। আমার পক্ষে আজকাল ও আইবিটিভি একসাথে চালানো সম্ভব হচ্ছিল না। এখন আইবিটিভিতে পুরো মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। এ ব্যাপারে আজকালের নতুন মালিক শাহ নেওয়াজের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি নিউইয়র্ক কাগজ ও এনওয়াইকাগজ.কমকে বলেন, আমি খুব আশাবাদী। আগামীতে কমিউনিটি বির্ণিমানে জনপ্রিয় আজকাল আরও জোরালো ভূমিকা রাখবে। এটি হবে সবার পত্রিকা ও দল নিরপেক্ষ। কোন হলুদ সাংবাদিকতা এ পত্রিকায় হবে না। এ নিশ্চয়তা আজকালের পাঠকদের দিচ্ছি। কত মূল্যে কেনা বা বিক্রি হলো সে ব্যাপারে বর্তমান ও সাবেক মালিক পক্ষের কেউই মুখ খুলতে রাজি হননি। শাহ নেওয়াজ প্রতিক্রিয়ায় বলেন, জিকু আমার ভালো বন্ধু। ভালো মানুষ। সৌহার্দপূর্ন পরিবেশ ও আন্তরিকতায় ম্যানেজমেন্টের পরিবর্তন হলো। আগামী শুক্রবার থেকেই নতুন ব্যবস্থাপনায় আজকাল বের হবে।
শনিবার পত্রিকাটি বিক্রি হয়ে গেছে এমন সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেদককে কমিউনিটির লোকজন টেলিফোন করে তা নিশ্চিত হতে চান। নানা প্রশ্ন ছিল তাদের। কয়েক ঘন্টার মধ্যে আজকাল বিক্রির খবরটি টক অব দ্যা সিটিতে পরিণত হয়।আজকালের বানিজ্যিক প্রধান আবু বকর সিদ্দিকের দৃষ্টি আর্কষন করলে তিনি বলেন, গত ২ মাস ধরেই আজকাল ও আইবিটিভিতে কনসেনট্রেশনে দেয়া নিয়ে সমস্যা হচ্ছিল। আমি জিকু ভাইকে যেকোন একটি ছেড়ে দিতে পরামর্শ দেই। তিনি আজকাল ছেড়ে দিতে চান। শাহ নেওয়াজ ভাই সানন্দে এগিয়ে আসেন। গত বৃহস্পতিবার তা চুড়ান্ত রুপ নেয়। প্রিয় আজকাল আগামীতে আরও জনপ্রিয় হবে বলে আমার বিশ্বাস।

Facebook Comments Box

Posted ৯:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com