নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশ ইউনিয়নের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তরুণ সাংবাদিক শিবলী চৌধুরী কায়েসকে সংবর্ধনা দিয়েছে ব্রংকসে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন আমরা ব্রংকসবাসী। ব্রংকস এর খলিল বিরিয়ানী চাইনিজে ৩ জুন ২০২৩, শুক্রবার এ উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশি সমাজের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। অনুষ্ঠানে নিউইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ব্রংকসে বসবাসকারীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিবলী চৌধুরী কায়েস এমন এক সাংবাদিক যাকে কেনা যায় না। তাকেই এনওয়াইপিডিতে মানায়।


বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ এনওয়াইপিডি’র উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন ইউনিফর্ম পরেন, তখন আর কোনো ব্যক্তি থাকেন না। একদিকে আইন শৃংখলা মানবাধিকার সম্পন্ন একজন সরকারি দায়িত্বশীল, অন্যদিকে একজন বাংলাদেশ। বাংলাদেশের মর্যাদা এই বহুজাতিক সমাজে উচ্চকিত দায়িত্ব আপনার ওপরে চলে আসে। সফলতার সঙ্গে এনওয়াইপিডিতে বাংলাদেশি আমেরিকানরা আমাদের মুখ উজ্জল করে চলেছেন। যারা ইউনিয়নে প্রতিনিধি হয়েছেন তারাও অনেক বড় কৃতিত্বের সাক্ষর রেখেছেন। আপনাদের প্রতি আমাদের আস্থা আছে। আপনারাই আমাদের উপযুক্ত প্রতিনিধি।
আবু জাফর মাহমুদ বলেন, ১৮ থেকে ১৯ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মাউন্টেন ব্যাটালিয়ন কমাণ্ড করি। আমি যুদ্ধ শিখেছি। আমি মুখ দেখলে আবিস্কার করতে পারি, কতটা আত্মবিশ্বাস ও শক্তি নিয়ে আপনারা অপরাধ দমনের যুদ্ধে অংশ নিয়ে সাফল্যের সাক্ষর রাখছেন। এটিই আপনাদের প্রতিজ্ঞা। এর জন্য আপনারাই আমাদের গৌরব।
অনুষ্ঠানে কমিউনিটি সেবায় নিরন্তর ভূমিকা রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা, ইউনাইটেড ফর প্রোগ্রেস এর প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদকে নিউইয়র্ক স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে সংবর্ধিত এনওইয়াপিডি ট্রাফিকের নির্বাচিত প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েসকেও নিউইয়র্ক সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ এবং সিটি কাউন্সিল উইমেন আমানদা ফারিস বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে ট্রাফিক পুলিশে কর্মরত সুপারভাইজারসহ বিভিন্ন পদে পদোন্নতি প্রাপ্ত কয়েকজনকে সহকর্মীদের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।