নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 799 বার পঠিত | পড়ুন মিনিটে
বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম-কে সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈনুদ্দীন নাসেরকে সাধারণ সম্পাদক করে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ-এর নির্বাহী কমিটির ঘোষনা করা হয়েছে। রোববার নিউ ইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ খন্দকার উপস্থিত সদস্যদের পরামর্শক্রমে কমিটির ঘোষনা করলে উপস্থিত সদস্যরা তাতে সম্মতি দান করেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- – সিনিয়র সহ-সভাপতি সাইদ তারেক, সহ-সভাপতি, কাজী ফৌজিয়া , সহকারি সাধারণ সম্পাদক ইমরান আনসারী। নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করার অনুরোধ জানান। ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ টিপু সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বিগত দিনে ভাসানী ফাউন্ডেশনের কার্যক্রমের সহযোগিতা করায় সদস্যদের ধন্যবাদ জানানো হয়।
Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ০৫ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam