কাগজ রিপোর্ট | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 620 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউ আমেরিকান ডেমাক্র্যাটিক ক্লাব ইনক এর উদ্যোগে রোববার ১৫ জানুয়ারি ১১তম বার্ষিক ডিনার, মিট এন্ড গ্রিট ২০২৩ অনুষ্ঠিত হয়। কুইন্সের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি আয়োজনে আরও অংশীদার ছিল নিউ আমেরিকান ইয়থ ফোরাম অব নিউইয়র্ক ও নিউ আমেরিকান ওম্যানস ফোরাম অব নিউইয়র্ক। জনাকীর্ন এ অনুষ্ঠানে সিটি কন্ট্রোলার ব্রাড ল্যান্ডারসহ সিটি ও স্টেটের ২ ডজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্র্যাটিক ক্লাব এর প্রতিষ্ঠাতা মোর্শেদ আলম। মডারেটরের দায়িত্ব পালন করেন আহনাফ আলম।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারায় বাংলাদেশি রাজনীতিক ড, নুরুন্নবী, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, ফজলুর রহমান, কৌশিক আহমেদ, আবু তাহের, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, এটর্নি মঈন চৌধুরী, মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান মোহাম্মদ আলী, অধ্যাপিকা হোসনেয়ারা বেগম, ব্যবসায়ী আনোয়ার হোসেন, কাজি আযম, মাকসুদুল এইচ চৌধুরী, এম এন মজুমদার, আকাশ রহমান, লায়ন আহসান হাবিব, খলিলুর রহমান, এডভোকেট মজিবুর রহমান,
অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা ও পর্যায়ক্রমে উপস্থাপনার দায়িত্বে ছিলেন রুবাইয়া রহমান ও আনুবা শাহিন। (আরও আসছে)
Posted ৪:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam