সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চার খাতে সংস্কার দাবিতে কফিন মিছিল করবে ‘জুলাই ঐক্য’

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চার খাতে সংস্কার দাবিতে কফিন মিছিল করবে ‘জুলাই ঐক্য’

প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক দলগুলোর সংস্কার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করবে জুলাই ঐক্য। রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ১০৮ সংগঠনের প্রতিনিধি নিয়ে সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

সম্মেলন সঞ্চালনা করেন জুলাই ঐক্যের সংগঠক এ বি জুবায়ের। সংগঠকরা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়ে গত ৬ মে ৩৫টি সামাজিক, মানবাধিকার, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে আত্মপ্রকাশ করে জুলাই ঐক্য। এরই মধ্যে এতে প্রায় ১২০টি সংগঠন যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার জন্য আরও বেশ কিছু সংগঠন যোগাযোগ করেছে। যাচাই-বাছাই শেষে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করা সংগঠনগুলোকে জুলাই ঐক্যর সঙ্গে যুক্ত করা হবে।

জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা নতুন বাংলাদেশে কোনো বৈষম্য চাই না। আমরা চাঁদাবাজি, মানুষ হত্যার মতো নোংরা রাজনীতি চাই না। চব্বিশের গণঅভ্যুত্থান কোনো একটি দলের নয়। এ গণঅভ্যুত্থান সব দল ও মতের। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

জুলাই ঐক্যের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, আমরা সবার আগে জুলাই ঘোষণাপত্র ও সনদ চাই। কোনো একক দলের পক্ষ থেকে নয়, তা দিতে হবে সরকারের পক্ষ থেকে এবং তা সংবিধানে যুক্ত করতে হবে। আশা করছি, সরকার এ মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেবে। তা না হলে জুলাই ঐক্যকে নিয়ে আগামী ৩ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মিছিল করবে ইনকিলাব মঞ্চ।

আরেক সংগঠক প্লাবন তারিক বলেন, এরই মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ করছে, বিচার চলমান। এ অবস্থায় আমরা মনে করছি, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার বাংলাদেশে প্রয়োজন, যেগুলো না হলে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন আপ বাংলাদেশের নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, জুলাই রেভ্যুলেশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ, প্রাইভেট ঐক্যের প্রতিনিধি সাদিক আল আরমান, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

Facebook Comments Box

Posted ৯:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com