
সারাদেশ ডেস্ক | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
নওগাঁর ধামইরহাটে পুকুরের মাটি খননকালে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর মাঠ থেকে নারায়ণ ঠাকুরের মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, চাঁনকুড়ি গ্রামের জাহেদুল ইসলাম হেলাল কুলফৎপুর গ্রামে নিজ পুকুর সংস্কার কাজ করছিলেন। মাটি খননকালে তিনি একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পান। বিষয়টি থানা পুলিশকে জানালে রাতেই ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও বলেন, মূর্তিটির ওজন ৪৫ কেজি ৭ শ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহারা গ্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে পুলিশ।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter