রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হলেন আলী নাছের খান

প্রেস রিলিজ   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক হলেন আলী নাছের খান

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান মাসুদ।

আলী নাছের খান রাজনৈতিক কর্মী ও আইনজীবী হিসেবে বরাবরই ছাত্রদের দাবি-দাওয়া, অধিকার আদায়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ছিলেন ৷ তিনি কোটা সংস্কার আন্দোলন, সীমান্ত হত্যার বিচারের আন্দোলন, আবরার ফাহাদের শাহাদাতের পর আগ্রাসন বিরোধী আন্দোলন সহ ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটি গণ প্রতিরোধ আন্দোলনে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন। তিনি ১৪ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিনামূল্যে আইনগত সহায়তার জন্য তাঁর সহকর্মীদের নিয়ে ৩৫ সদস্যের একটি আইনজীবী টিম ঘোষণা করেন যা সারাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্দীপনা ও সাহসের সঞ্চার করে। এর আগে তিনি এবি পার্টি গাজীপুর জেলার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, এবি যুব পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, এবি পার্টি লইয়ার্সের যুগ্ম সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব প্রাপ্তির পর তিনি বলেন, “আমরা শিকড়ে ফিরে যেতে চাই, জাতীয় নাগরিক পার্টিকে গ্রামে গ্রাম, ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যেতে চাই। বাংলাদেশপন্থী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারার রাজনীতি গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এ দেশের মানুষের নতুন করে নাগরিক হবার, রাষ্ট্রের মালিকানা বুঝে পাবার সংগ্রামে শামিল থাকতে চাই।”

কেন্দ্রীয় কমিটি ঘোষণার আগে তারুণ্য নির্ভর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানস্থলে দেশের সবকটি বিভাগ থেকে স্লোগানে-মিছিল নিয়ে জড়ো হয় ছাত্র-জনতা।

Facebook Comments Box

Posted ১২:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com