সারাদেশ ডেস্ক | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট | 176 বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার (৩০ জুলাই) সকালে আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সড়কের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। পরে লোকজন দিগ্বীদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় উপস্থিত সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করলে ৬ টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।
সাভার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৬টি সক্রিয় ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় বিএনপির ৪০-৪৫ নেতাকর্মীর নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter