শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতি সংঘ সদর দপ্তরের সামনে যুবদলের  বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   221 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতি সংঘ সদর দপ্তরের সামনে যুবদলের  বিক্ষোভ

  

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাবেক সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান আতাসহ গ্রেপ্তার  নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে জাতি সংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশ শেষে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় এক তরফা নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে মহাসচিব বরাবর স্মারকলিপিও প্রদান করেছে তারা। স্থানীয় সময় (৫ ডিসেম্বর মঙ্গলবার)  বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত যুক্তরাষ্ট্র যুবদল এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য আমরা জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে এ নির্বাচন বন্ধ করে তত্বাবধায়ক সরকারের সব দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষে নির্বাচন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন আবু সাইদ আহমদ, ইলিয়াস খান ও জাকির এইচ চৌধুরী।

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী।  যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদল নেতা আমানত হোসেন আমান, মোহাম্মদ কাশেম ও শাহবাজ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব হোসেন চৌধুরী খোকন, ফয়েজ আহমেদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সহরোয়ার্দী, বিএনপি নেতা কাজী আমিনুল ইসলাম স্বপন, এজেডএম জাহাঙ্গীর হাসাইন, আনিসুর রহমান, সৈয়দা মাহমুদা শিরিন, ফাতেমাতুজ্জোহরা পলি, সৈয়দ গউসুল হোসেন, লিয়াকত আলী, শামীম মাহমুদ, অহিদুজ্জামান নিলু, মনিরুল ইসলাম মনির, আহসান উল্লাহ মামুন, মাসুদ রানা, হুমায়ুন আহমেদ, বাদল মির্জা, মোহাম্মদ আলী মিলন, মোঃ সোলায়মান, মাসুক আহমদ সুজন, সোহাগ আফসার, মোঃ মহসিন লাল, রাহিমুল ইসলাম প্রিন্স, সালাহউদ্দিন রুবেল, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, মোঃ কামরুল হাসান, কামাল হোসেন, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান মুরাদ, দিদার চৌধুরী, আজিজুল হক মন্টু, হাজী ইসহাক শেখ, মোঃ আনসার শেখ, মোঃ আতিকুর রহমান সাবু, মোঃ সেলিম আহমেদ, জিনাত রিনা, হাবিবা বেগম, রুবেল, সাইফুল, রিয়াজ, নাসির মোসলেহ উদ্দিন, জাবেদ, রিফাত, আলমগীর, ফয়সাল, টিপু প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রধান বিরোধী জোটকে নির্বাচনের বাইরে রেখে প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। সরকার একদলীয় প্রহসনের নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করাতে দেশকে কার্যত অচল করে দিয়েছে। এ প্রহসনের নির্বাচন প্রতিহত করতে প্রবাস থেকে সর্বাত্মক আন্দেলন গড়ে তোলা হবে। তারা বাংলাদেশের জনগণকেও এ একতরফা নির্বাচন প্রতিরোধে সর্বাত্মক আন্দেলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com