রন্ধন শিল্পীদের কাছে অস্করখ্যাত বৃটিশ কারী অ্যাওয়ার্ডেঅংশ নিতে আগামী ২৫ নভেম্বর লন্ডন যাচ্ছেন খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান।আগামী ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় “ দ্যএভালুশন লন্ডনে”এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।
উল্লেখ্য কারী ইন্ডাষ্ট্রিকে ব্রিটেনসহ বিশ্ব নাগরিকদের মনোযোগের কেন্দ্রে নিয়ে যেতে বিশিস্ট ব্যবসায়ী এনাম আলী চালু করেন ‘ব্রিটিশ কারী এওয়ার্ড’। বিগত ১৬ বছর ধরে প্রতি বছর অনুষ্ঠিত এই এওয়ার্ড অনুষ্ঠানগুলোতে ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ মেইন স্ট্রিমের রাজনীতিবিদসহ হাই প্রোফাইল সেলিব্রেটিরা অংশ নিয়ে আসছেন।কারী ইন্ডাষ্ট্রির সাথে জড়িতদের মূলধারায় স্বীকৃতি সর্ব প্রথম ব্রিটিশ কারী এওয়ার্ডের মাধ্যমেই শুরু হয়।
শেফ খলিলুর রহমানকে বৃটিশ কারী এ্যাওয়ার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রন জানানো হয়েছে