কাগজ রিপোর্ট | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 666 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে ডা.বর্ণালী হাসান আয়োজিত ‘ হেলথ ফেয়ার’ এ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহন করেছে। গত রোববার দুপুরে জ্যাকসন হাইটস্থ নিজ চ্যাম্বারে তিনি এ ফেয়ারের আয়োজন করেন।হেলথ ইনস্যুরেন্স নেই এমন অনেকেই বিনা খরচে flu ভ্যাকসিন গ্রহণ করেন। এ অনুষ্ঠানের এক পর্যায়ে ডা. বর্ণালী হাসান সাংবাদিকদের বলেন, flu নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ আয়োজন। flu অনেক সময় স্বাস্থ্য ও শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন নিয়ে মানুষ এ রোগের প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন,আমাদের এফিসিয়েন্ট মেডিকেল কেয়ার পিসি’র ৩টি শাখা জ্যাকসন হাইটস, জামাইকা ও গ্রীনপয়েন্ট এভিনিউ’র প্রত্যেকটি সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত খোলা থাকে। যে কেউ এ সময়ের মধ্যে গিয়ে সেখানে ভ্যাকসিন নিতে পারেন।
বর্ণালী হাসান বলেন, আমাদের কাছে এখনো পর্যাপ্ত করোনা ভ্যাকসিন তৃতীয় বুস্টার ডোজ রয়েছে। যে কেউ এসে তা গ্রহন করতে পারেন। সম্পূর্ণ বিনা খরচে তারা এ সেবা পাবেন।
Posted ১:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam