কাগজ রিপোর্ট | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 574 বার পঠিত | পড়ুন মিনিটে
এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর ১৫তম বার্ষিক সম্মেলন আগামী ১১ ডিসেম্বর ২০২২ রোববার কুইন্সের শেরাটন লার্গোডিয়া ইস্ট হোটেলে অনুষ্ঠিত হবে। সংগঠনের ন্যাশনাল সভাপতি মাফ মিসবাহ উদ্দিন ও ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী আমন্ত্রিত অতিথিদের এ দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সম্মেলন স্থলে উপস্থিত হতে অনুরোধ করেছেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আসাল’র আজীবন সদস্য ও একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী।
এ সম্মেলনে আমেরিকার মূলধারার ৫০ জনেরও অধিক নির্বাচিত প্রতিনিধি অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসের মাইনোরিটি লিডার (ইলেক্ট) হেকিম জেফরি, নিউইয়র্ক স্টেট কম্পট্রোলার থমাস ডিনাপোলি, নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ও সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার। ভিডিও বার্তায় বক্তব্য রাখবেন সিনেট মেজোরিটি লিডার চাক শ্যুমার ও সিনেটর জিলিব্রান্ড। এ সম্মেলনে আমেরিকার রাজনীতি ও এশিয়ানদের অংশগ্রহন নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইমিগ্রান্ট কমিউনিটির গুরুত্ব ও তাদের ভুমিকা হবে প্রধান প্রতিপাদ্য বিষয।
Posted ৪:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam