বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাই বিমানবন্দর অনেকটাই অচল

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   45 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুবাই বিমানবন্দর অনেকটাই অচল

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নাকাল হয়ে পড়েছে আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো। রানওয়ে প্লাবিত হয়ে বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা এখনও স্বাভাবিক হয়নি। ফ্লাইট বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। খবর বিবিসির

গত মঙ্গলবার বজ্রপাতসহ ভারী বর্ষণের কারণে সংযুক্ত আরব আমিরাত বিপর্যস্ত হয়। রাস্তাঘাট ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু অংশ প্লাবিত হয়ে যায়। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্লাইট নামা শুরু হলেও পুরো বিমানবন্দর অনেকটাই অচল। বিদেশি যাত্রীদের জন্য নির্ধারিত ১ নম্বর টার্মিনালে উড়োজাহাজ অবতরণ করছে। তবে ফ্লাইটের উড্ডয়ন এখনও বিলম্বিত আছে।

গতকাল বুধবার দুবাই বিমানবন্দরে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল করা হয়। আরও শতাধিক ফ্লাইট বিলম্বিতহয় বলে জানিয়েছে ফ্লাইট অ্যাওয়ার।

পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিভিন্ন মহাদেশের মধ্যে ফ্লাইট চলাচলের সংযোগের প্রধান কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গত বছর ৮ কোটির বেশি যাত্রীকে সেবা দিয়েছিল এ বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দরের পরই ব্যস্ততম এ বিমানবন্দরের অবস্থান।

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com