শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস অ্যাওয়ার্ড পেলেন গিয়াস আহমেদ

দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   341 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

৩৫ দেশের এন আর বি বিজনেসম্যানদের নিয়ে  ২২-২৪ ডিসেম্বর ২০২৩ দুবাই গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হলো।।  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকান ম্যাগাজিন আয়োজনে গ্লোবাল বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী শেষ হলো গ্লোবাল এন আর বি বিজনেস কনফারেন্স দুবাই মিলিনিয়াম হোটেলে। উদ্ভোধনী বক্তব্য দেন দুবাই এর শেখ ডঃ জুমা মাডানী। তিনি বলেন, বিশ্বের বিভিন্য দেশ থেকে বাংলাদেশী বিজনেস আইকনদের এই মহাসম্মেলন দেখে আমি সত্যিই অভিভুত হয়েছি। তিনি বাংলাদেশী বিজনেসম্যানদের দুবাইতে বিনিয়োগ করবার জন্য আহ্বান জানান। তিনি বিনিয়োগ কারীদের সকল ধরনের সাহায্য করবেন বলেও ঘোষনা দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের এম্বাসেডর  ডঃ মুহাম্মদ আবু জাফর । বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল জামাল হোসেইন। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে ভাষন দেন গ্লোবাল এনআরবি বিজনেস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিলিনিয়ার ব্যবসায়ী এবং সমাজসেবক ডঃ কালি প্রদিপ চোধুরী। অন্যান্যদের মধ্যে বকতব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেকটর জেনারেল আবুল হায়াত নুরুজজামান, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের ( এবিসিসিআই) এর সভাপতি গিয়াস আহমেদ, ব্যারিষটার মনোয়ার হোসেইন সিংগাপুর চেম্বার অব কমাসের সভাপতি সাহিদুজজামান , এম ডি এস ইসলাম নাননু জাপান, ব্রিটিশ বাংলাদেশ এসোসিয়েশন ( সামারসেট) সভাপতি করিম মিয়া শামিম , একাউন্টেট নোমান রোহিদ, জাপান চেম্বার এন্ড কমার্সের ডাঃ শেখ আল্মুজজামান, অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্সের জাফর হায়দার , বাংলাদেশ ডেফোডেনট ইউনিভারসিটি চেয়ারম্যান আইয়ুব আলী, ওয়াশিংটন ইউনিভারসিটির ভাইস চান্সেলর আবু বকর হানিফ ।

প্রধান অতিথির বক্তব্যে  ডঃ কালি প্রদিপ চোধুরী বলেন, বিভান্য দেশ থেকে গ্লোবাল এনআরবি বাংলাদেশী বিজনেসম্যানদের দেখে আমি সত্যিই আনন্দিত হয়েছি। আমাদের মধ্যে যোগাযোগ ও তথ্য আদান প্রদান থাকলে সারা বিশ্বেই আমরা ব্যবসা করতে পারবো। তিনি অরগানাইজার দের ধন্যবাদ জানান। আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী এবং আমেরিকান পলিটিশিয়ান গিয়াস আহমেদ বলেন, বহিঃবিশ্বে আমাদের অর্জন অনেক। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও ভালো ভালো ইউনিভারসিটিতে যাচেছে , ভালো চাকরি এবং বিজনেস করছে। কিনতু বাংলাদেশের হিউম্যান রাইটস লংঘন, বিরোধী রাজনীতিবীদদের হত্যা, দুর্নীতি , সন্ত্রাসী কার্যকলাপ এবং সুষ্ঠ নির্বাচনের অভাবে বহিঃবিশ্বে বাংলাদেশের দুর্নাম প্রবাসীদের মান সন্মান ভুলুন্ঠিত হচ্ছে। তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের কোন পরিবেশ নেই। গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷ কিনতু বাংলাদেশে সেই পরিবেশ নেই। অনুষ্ঠনে  আরো উপস্থিত ছিলেন, আল হারমাইন পারফিউম গ্রুপ এর এমডি মাহতাবুর রহমান নাসের , আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান জুমা মাদানি, গোল্ডেন এইজ হোমকেয়ারের মালিক শাহ নেওয়াজ , এনআরবি ওয়ার্ল্ডের সেক্রেটারি আইয়ুব আলী বাবুল, বিজনেস আমেরিকার এডিটর এনামুল হক এনাম৷ অধিবেশনে ৩৫ দেশ থেকে প্রায় ২০০ শতাধিক প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক কর্মকর্তাসহ বিভিন্ন সেক্টরের শতাধিক বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে আমিরাত ও আগত অতিথি ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয়৷  ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদ  এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস অ্যাওয়ার্ড পান ।  সম্মেলন শেষে মাহতাবুর রহমান নিজ বাস ভবনে অতিথিদের আপ্যায়িত করেন । শেষ দিনে সমুদ্র ভ্রমনের মাধ্যমে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com