নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 463 বার পঠিত | পড়ুন মিনিটে
গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র উদ্যোগে সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সন্মানে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা কমিউনিটি নেতৃবৃন্দ গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র মালিক শামসুদ্দিন বশীরের সততা ও গ্রাহক সেবার ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, কমিউনিটির মানুষ আস্থার সাথে তার ট্রাভেল এজেন্সী থেকে প্লেনের টিকেট কাটতে পারে। দিনরাত হটলাইনের মাধ্যমে ২৪ ঘন্টায় কাষ্টমারদের লাইভ সাপোর্ট দিচ্ছে। এমন উৎকৃষ্ট সেবার মান অন্য কোথাও পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড, সিদ্দিকুর রহমান বলেন, এমন একজন ভালো মানুষের ব্যবসার প্রসাড় না ঘটার কোন কারন নেই। এখন থেকে নিজে গ্লোবাল ট্রাভেল এন্ড টুরস থেকে টিকেট কাটবো এবং অন্যদের কাটতে বলবো। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, সততা নিয়ে ট্রাভেল ব্যবসায় বশীর নজির স্থাপন করেছেন। কমিউনিটির পরিচিত মুখ সারোয়ার চৌধুরী সিপিএ বলেন, আমি এখন আকাশ পথে ভ্রমনে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র ওপর নির্ভরশীল। ট্রাভেল ব্যবসায় এমন একজন সৎ সেবক পাওয়া দুষ্কর। টিকেট কাটার পর বিমানে ওঠার আগ পর্যন্ত তারা খোঁজখবর রাখে। কাষ্টমার সেবায় তারা অনন্য।গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের মামা’স রেষ্টুরেন্টে আয়োজিত এক ইফতার পার্টিতে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুরস’র এর স্বত্ত্বাধিকারী আলহাজ শামসুদ্দিন বশীর।
অনুণ্ঠানে সবাই শামসুদ্দিন বশীরের সাফল্য কামনা করেন। এতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ,ডা.তৌহিদ শিবলী, ফাহাদ সোলায়মান,মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী,সৈয়দ আলী সামী,মাওলানা আব্দুর রহমান,ডা. ইব্রাহিম খলিল.আমিন খান জাকির,মোহাম্মদ রহমান,সেলিম হারুন,এ সিদ্দিক পাটওয়ারি। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
nykagoj.com | Monwarul Islam