শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

 স্বল্প আয়ের নিউইয়র্কারদের বাসা ভাড়া সহায়তা দিচ্ছে স্টেট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   277 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 স্বল্প আয়ের নিউইয়র্কারদের বাসা ভাড়া সহায়তা দিচ্ছে স্টেট

 

নিউইয়র্কের স্বল্প  আয়ের জনগোষ্ঠীকে বাসা ভাড়া সহায়তা প্রদান করছে স্টেট। ইমারজেন্সী রেন্টাল এসিসট্যান্স কর্মসূচির আওতায় এ অর্থ দেয়া হবে। নিউইয়র্কার যারা ভাড়া বাসায় থাকেন তাদের জন্যই এই সুবিধা দেয়া হচ্ছে। অর্থনৈতিক সংকটের কারনে বাসা ভাড়া দিতে পারছেন না এমন লোকজনই এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। ভাড়াটিয়া সাহায্য পাবার যোগ্য বিবেচিত হলে বেশ কয়েক মাস তা পেতে পারবেন। নির্ভর করবে তার সংগতির উপর। সেকশন ৮ এর বিকল্প হিসেবে জরুরী সহায়তার জন্য কাজ করবে এ কর্মসূচি। ভাড়া না দেয়ায় বাড়িওয়ালা বা এপার্টমেন্টের মালিক বাসা ছাড়ার জন্য নোটিশ দিচ্ছেন এমন লোকদের বাসস্থানের নিশ্চিয়তা দেবার জন্যই স্টেট এ উদ্যোগ নিয়েছে।
ইমারজেন্সী রেন্টাল এসিসট্যান্স কর্মসূচির আওতায় বাসা ভাড়া সরাসরি ভাড়াটিয়ার একাউন্ট বা পকেটে যাবে না। তা যাবে বাড়িওয়ালা বা এপার্টমেন্টের মালিকের একাউন্টে। মালিক এই ভাড়া পাবার পর ভাড়াটিয়াকে কোন ধরনের হয়রানী বা ভাড়ার জন্য চাপ দিতে পারবে না। বিভিন্ন কমিউনিটি ভিত্তিক সংগঠন ভাড়াটিয়াদের সহায়তার জন্য আবেদনপত্র পূরন করতে সহায়তা দিচ্ছে। ব্রংকসে ‘নেবারহুড এসোসিয়েশন ফর ইন্টারকালচারাল এফেয়ার্স’, ব্রুকলিনে ব্লাক ভ্যাটার্নস ফর সোশাল জাস্টিস ও স্ট্যাটেন আইল্যান্ডে প্রোজেক্ট হসপিটালিটি এ সহায়তা প্রদান করছে।

 

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com