নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 229 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পোষ্ট এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে ১৯ আগষ্ট সোমবার। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস আনুষ্ঠানিকভাবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুইন্সের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে জাকজমকপূর্ন এ অনুষ্ঠান শুরু হবে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত এ পত্রিকাটির প্রাণপুরুষ বিশি্ষ্ঠ ব্যবসায়ী লায়ন আসেফ বারি টুটুল। তিনি থাকছেন প্রেসিডেন্ট ও প্রকাশক হিসেবে। পত্রিকাটিতে সম্পাদকের দায়িত্ব পালন করবেন আসেফ বারী টুটুলের সহধর্মিনী মুনমুন হাসিনা বারী। আসেফ বারী টুটুল বলেছেন, কমিউনিটিকে অবাধ ও দল নিরপেক্ষ সংবাদ সরবরাহ করতে বাংলাপোষ্ট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। সুস্থ একটি কমিউনিটি বির্নিমাণে আমরা থাকবো সবার সাথে। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
nykagoj.com | Monwarul Islam