সোমবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিউ সুপার মার্কেটের আশপাশের সব মার্কেট বন্ধ

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   177 বার পঠিত

নিউ সুপার মার্কেটের আশপাশের সব মার্কেট বন্ধ

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের প্রায় অর্ধশত মার্কেট বন্ধ রাখা হয়েছে। এসব মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর সব রাস্তা বন্ধ রয়েছে। ক্রেতা না আসায় মার্কেট বন্ধ রেখেছেন তারা।

আজ শনিবার দুপুর পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। ওই এলাকায় নিউ মার্কেটসহ আশপাশে প্রায় অর্ধশত মার্কেট রয়েছে। আগুন লাগা নিউ সুপার মার্কেটে উত্তরে চন্দ্রিমা সুপার মার্কেট, দক্ষিণে লাগোয়া মূল নিউ মার্কেট। পশ্চিমে লাগোয়া কাঁচা বাজার মার্কেট। এছাড়া বিপরীতে মিরপুর রোডের পূর্ব দিকে রয়েছে গাউছিয়া, চাঁদনী চক, নূর ম্যানশনসহ কয়েকটি মার্কেট। সড়কের পূর্ব পাশে উত্তর দিকে রয়েছে আধা পাকা ধানমণ্ডি হকার্স মার্কেট।

ধানমণ্ডি হকার্স মার্কেটের উত্তর দিকে গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, ইয়াকুব সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, প্রিয়াঙ্গন মার্কেটে প্রায় সব দোকানই বন্ধ রয়েছে।

এদিকে নিউ এলিফ্যান্ট রোডের কিছু কিছু দোকান-মার্কেট খুললেও দুপুর পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে বিক্রি বেশি হওয়ার কথা, এসময় দোকান বন্ধ রাখতে হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা।

পুলিশ জানায়, রাস্তা দ্রুত খুলে দেওয়া হবে। তখন আশপাশের মার্কেটগুলোর দোকানিরা দোকান খুলতে পারবেন।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিস বাইরে থেকে পানি আনছে। এজন্য রাস্তা পরিস্কার রাখতে হচ্ছে। তারা বললেই রাস্তা খুলে দেওয়া হবে।

এদিন ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।

তিনি বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে আগুন নির্বাপণের তথ্য জানাতে দেরি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com