
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট | 127 বার পঠিত
চিন্তা, বিশ্বাস ও ইবাদতের ভারসাম্য রক্ষা করা প্রত্যেক মুমিনের কর্তব্য। মুসলমান জাতি মধ্যমপন্থা অর্থাৎ ভারসাম্য জীবনে অবলম্বন করেন। ভারসাম্যতা জীবনের ভিত্তিকে মজবুত করে।
রোববার (১৮ জুন) নিউইয়র্ক সিটির মুনা সেন্টার অফ জ্যামাইকা মিলনায়তনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউইয়র্ক নর্থ জোনের দিনব্যাপি শিক্ষা বৈঠকে আলোচকবৃন্দ এসব কথা বলেন।
জোনের সভাপতি মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তোয়াহা আমিন খানের পরিচালনায় শিক্ষা বৈঠকে বিষয় ভিত্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, কেদ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল্লাহ আল আরিফ। এছাড়া মঞ্চে উপবিষ্ট ছিলেন মজলিশে শুরার সদস্য ডা. আতাউল গণী ওসমানী।
আলোকবৃন্দ বলেন, হযরত মোহাম্মদ (সা:) আল্লাহর শেষ নবী। তারপর আর কোন নবী-রাসুল পৃথিবীতে আসবেন না। তাঁর মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম ধর্মকে আল্লাহ তা’য়ালা সকল ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইসলামের মৌলিক সৌন্দর্য্যকে তুলে ধরা প্রত্যেকটা ঈমানদারের নৈতিক দায়িত্ব।
দাওয়াতে দ্বীনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজের প্রতি গুরুত্বারোপ করে তারা বলেন, সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইলাল্লাহর কাজ করছি। সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিবেশীর সাথে রাখতে হবে সুসর্ম্পক, আর এটাই ইসলামের নৈতিক শিক্ষা। বর্তমান সমাজ দ্বীনি কাজ সস্প্রসারণ আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের দিকে বিশেষ নজর রাখার তাগিদ দেন আলোচকবৃন্দ।
অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক নর্থ জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, দেলোয়ার মজুমদার, মোমিনুল ইসলাম মজুমদার, মঞ্জুর আহমদ, এডভোকেট আবুল হাশেম, সামছুল আলম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
Posted ১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
nykagoj.com | Stuff Reporter