নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ জুন ২০২৪ | প্রিন্ট | 197 বার পঠিত | পড়ুন মিনিটে
কপালিয়া সাগর জিতলো উড়ালের টিকেট। উড়তে পারবেন যুক্তরাষ্ট্রের যেকোন শহরে। গত শনিবার ৮ মে গ্লোবাল টুরস এন্ড ট্রাভেল আয়োজিত মতবিনিময় সভা শেষে তাৎক্ষনিক এক র্যাফেল ড্র—তে তিনি প্লেনের একটি টিকেট জিতে যান। লটারীতে প্রথম তা পেয়েছিলেন সাংবাদিক সৌরভ ইমাম। তিনি লটারীতে জিতলেও টিকেট নিতে অপারগতা প্রকাশ করেন। কারণ হিসেবে তিনি বলেন, লটারীতে আমি বিশ্বাস করি না। তবে জেতার জন্য খুশি। ফলে দ্বিতীয়বার ড্র অনুষ্ঠিত হয়।এতে কপাল খুলো যায় সাগরের। অবশ্য সাগর এক প্রতিক্রিয়ায় বলেন, টিকেট পেলাম একটা। কিন্তু বেড়াতে গেলেতো আরও ২ জন আছে। তখন আরও ২টা কিনতে হবে। এ তো লাভের গুড় পিপড়ায় খাবার অবস্থা। তারপরও এ প্রাপ্তিতে খুশি।
গ্লোবাল টুরস এন্ড ট্রাভেলের কর্ণধার শামসুদ্দিন বশীর বলেন, এই টিকেটে আগামী ১ মাসের মধ্যে যেকোন শহরে ভ্রমন করা যাবে।
Posted ১০:০৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam