নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 406 বার পঠিত | পড়ুন মিনিটে
৬ জানুয়ারি বাজারে আসছে বিশ্বখ্যাত শেফ টমি মিয়া’র রেসিপিতে তৈরি ফ্রেস এর
১০০ ভাগ হালাল রুটি আর পারাটা। শেফ টমি
মিয়া’র রেসিপিতে তৈরি এসব আটা, ময়দা ও চালের রুটি ও পারাটা পাওয়া যাবে নিউইয়র্ক এর বিভিন্ন
গ্রোসারীতে। ফ্রেস এর কর্ণধার সৈয়দ আল আমিন (রাসেল) এবং আলীআহসান জানিয়েছেন, সম্পূর্ন অটোমেটিক মেশিনের ব্যবহার, স্বাস্থ্যকর, ১০০ ভাগ হালাল এবং কোন ধরনের কেমিকেল ব্যবহার না করেই এসব রুটি-পারাটা
তৈরি হচ্ছে। নিউইয়র্ক এর জ্যামাইকার কুইন্স ভিলেজে বাংলাদেশী উদ্যোক্তাদের স্থাপিত কারখানায় সম্পূর্ণ নতুন অটোমেটিক মেশিনে তৈরি এসব হালাল রুটি-পারাটা’রস্বাদ ও গন্ধ অতুলনীয় এবং স্বাস্থ্যসম্মত। শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পারবেন এ মজাদার রুটি-পারাটা।
জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রুকলীনসহ নিউইয়র্কের বিভিন্ন গ্রোসারীতে ৬ জানুয়ারী থেকে পাওয়া যাবে এসব পণ্য।
বিয়ে-জন্মদিন বা বারবিকিউ পার্টি সহ অনুষ্ঠানের জন্য যে কেউ আগাম অর্ডার দিলে ফ্রেস পৌঁছে দেবে
রুটি বা পরাটা। ক্রেতা-বিক্রেতারা ফ্রেস এর পণ্য পেতে যোগাযোগ করতে পারেন, ফোন: ৭১৮৭০১৯৫২৭ ,
৩৪৭৬৯১১২১০.
Posted ১২:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam