নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ জুন ২০২৩ | প্রিন্ট | 680 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কের জনপ্রিয় হোম কেয়ার ‘বারী হোম কেয়ার’র অঙ্গপ্রতিষ্ঠান ‘বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার’র শুভ উদ্বোধন আগামী ২৬ জুন, সোমবার । বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল জানান, উড সাইডের ৪৯-২২ ৩০ এভিনিউতে ‘বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার’র উদ্বোধনী অনুষ্ঠানে বারী গ্রুপের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারীসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত থাকবেন।
আসেফ বারী বলেন, বারী হোম কেয়ার দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে নিউইয়র্কে হোম কেয়ার সেবা দিয়ে আসছে। সম্প্রতি বারী হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক “লিডএফআই” হিসেবে মনোনীত হয়েছে। তিনি আরো জানান, বারী হোম কেয়ার নিউইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী কনট্রাক্টিং এটেস্টেশান কর্মসূচির আওতায় সিডিপ্যাপ (কনজ্মুার ডিরেক্টেড পার্সোনাল এসিসট্যান্স প্রোগ্রাম) এর জন্য লীড ফিস্কাল ইন্টারমিডিয়ারী (লিডএফআই) হিসেবে মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছে।
সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার’র যাত্রা শুরু করছে। আমাদের বিশ্বাস আমরা কমিউনিটির সিনিয়রদের উন্নত ডে-কেয়ার সেবা প্রদান করতে পারবো।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ‘বাটারফ্লাই সিনিয়র ডে-কেয়ার’র। এক্সিকিউটিভ ডারেক্টার জুবার চৌধুরী কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Posted ২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
nykagoj.com | Monwarul Islam