শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুইন্স মাতালো জনপ্রিয় ব্যান্ড মাইলস

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   70 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুইন্স মাতালো জনপ্রিয় ব্যান্ড মাইলস

 

নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের বর্ণাঢ্য ও জমকালো কনসার্ট। গত শুক্রবার কুইন্সের উডসাইড এলাকায় ১৪ ইউনাইটেড ন্যাশন অ্যাভিনিউয়ের কুইন্স থিয়েটারে এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সাক্ষী হয় প্রবাসী বাংলাদেশিরা।

মাইলস রিলোডেড কুইন্স থিয়েটার: সঙ্গীত, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য সন্ধ্যা’ শিরোনামে মাইলসের শিল্পীরা ‘মাইলস রিলোডেড লাইভ ইন নিউইয়র্ক’ কনসার্ট উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। গ্যালাক্সি মিডিয়া আয়োজিত ও গোল্ডেন এইজ হোম কেয়ার উপস্থাপিত এই সাংস্কৃতিক সন্ধ্যার সহয়োগিতায় ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার।
রেজওয়ানা আলভিসের উপস্থানায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আয়োজক সংগঠন গ্যালাক্সি মিডিয়ার সিইও মোহাম্মদ বদরুদ্দোজা সাগর।

সাংস্কৃতিক সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আজিম, ৯০ দশকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, প্রখ্যাত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, লেমন স্টুডিওর প্রযোজক ও সিইও এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্র ও নাটক প্রযোজকদের সংগঠন—আমেরিকান বাংলাদেশি প্রডিউসার এসোসিয়েশন—এর আহবায়ক অলিভ আহমেদ। আমন্ত্রিত সব অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বদরুদ্দোজা সাগর।
আরটিভি ও বায়ান্ন টিভির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা আমন্ত্রিত অতিথি অলিভ আহমেদ এসময় বায়ান্ন টিভি ও আরটিভির আপকামিং অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।

এর পরই মঞ্চে আসেন ব্যান্ড মাইলসের শিল্পী ও কলাকুশলিরা। মাইলসের জনপ্রিয় গানের হৃদয়স্পর্শী পরিবেশনা পুরো অডিটোরিয়ামকে এক উৎসবমুখর আবহে ভরিয়ে তোলে। সঙ্গীত পরিবেশনার মাঝে মাইলসের প্রয়াত ভোকাল শাফিন আহমেদের স্মৃতি ও অবদান তুলে ধরেন তার ভাই ও মাইলসের বর্তমান প্রধান ভোকাল হামিন আহমেদ। এসময় দর্শকদের মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। পুরো মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা।
অনুষ্ঠানের সমাপ্তিতে মোহাম্মদ বদরুদ্দোজা সাগর ব্যান্ড মাইলস এর হাতে ক্রেস্ট তুলে দিলে তিনি তা সম্মানের এক স্মারক হিসেবে গ্রহণ করেন।

আগত দর্শকদের অভিমত, নিউইউয়র্কে মাইরসের এই সাংস্কৃতিক কেবল একটি সঙ্গীতানুষ্ঠান ছিল না। এটি ছিল প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক গর্বিত উদযাপন, যা সকলের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ও বায়ান্ন টিভি।

Facebook Comments Box

Posted ৩:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com