শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নিরাপত্তার দাবিতে  যুক্তরাষ্ট্রে মানববন্ধন 

হারুন অর রশীদ   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   980 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নিরাপত্তার দাবিতে  যুক্তরাষ্ট্রে মানববন্ধন 

 

বাংলাদেশে হেযবুত তওহীদের উপর উগ্রবাদীদের হামলা ও হুমকির প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ১১:০০ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হেযবুত তওহীদ নিউইয়র্ক শাখা। বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ও হুমকির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে এসময় বক্তারা বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের অবস্থান জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে। যে কারণে আন্দোলনের সদস্যরা বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংগঠনের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত হামলার হুমকি ও উস্কানি দিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এসময় বাংলাদেশে হেযবুত তওহীদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমেরিকা শাখার সভাপতি হারুন অর রশিদ , সহ-সভাপতি সারয়ার জাহান সবুজ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম, নারীনেত্রী নার্গিস রহমান সহ সকল নেতা কর্মী এবং সদস্যবৃন্দ।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com