রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি, ঘোষণার অপেক্ষা

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি, ঘোষণার অপেক্ষা

দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন এই ইতালিয়ান কোচ। এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণা ও চুক্তির।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, চলতি মে মাসেই রিয়াল ছাড়তে পারেন আনচেলত্তি। ফলে ক্লাব বিশ্বকাপে ডাগআউটে দেখা নাও যেতে পারে তাকে। রিয়ালের লিগ মৌসুম শেষ হবে ২৫ মে। ধারণা করা হচ্ছে, তার পরেই সমঝোতার ভিত্তিতে বিদায় নেবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী জুনে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। সে অনুযায়ী, গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল ছাড়ার পরিকল্পনা তার।

বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে বছরে ১১ মিলিয়ন ইউরো বেতন পান আনচেলত্তি। মৌসুমের শেষ আগেই চুক্তি শেষ করলেও, পুরো মৌসুমের বেতন দেওয়া হবে তাকে। এমনকি আনচেলত্তি চলে গেলেও চুক্তি ভাঙার ক্ষতিপূরণ দাবি করবে না রিয়াল। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আনচেলত্তিকে শুভেচ্ছাদূতের মর্যাদা দিয়ে সম্মানজনকভাবে বিদায় জানানোর পক্ষেই অবস্থান নিয়েছেন।

ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াড ঘোষণা করতে হবে ১৮ মে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলত্তি তখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্বে না থাকলেও দল গঠনের বিষয়ে তার মতামত থাকছে। এদিকে স্কাই স্পোর্টস দাবি করেছে, আসন্ন এল ক্লাসিকোর পরই আনচেলত্তি মাদ্রিদ অধ্যায়ের ইতি টানবেন।

উল্লেখ্য, এসি মিলান, চেলসি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে আনচেলত্তির। এবার তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com