বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানের হারে ‘বেজায় খুশি’ কোহলি-শামিরা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   517 বার পঠিত

পাকিস্তানের হারে ‘বেজায় খুশি’ কোহলি-শামিরা

টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে পাকিস্তানকে এক ওভার থাকতে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা। আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের এই হারে বেশ খুশিই হয়েছেন।

ম্যাচ শেষে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টুইট করে ইংল্যান্ড ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। যোগ্য দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

পাকিস্তানের হারে ভারতীয় পেসার মোহাম্মদ শামি শুধু টুইট করেননি রীতিমতো খোঁচা দিয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার দলের হারের পর হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। শামি ওই টুইটের রিপ্লেতে লিখেছেন, ‘দুঃখিত ভাই আমার, এটাকেই বলে কার্মা।’

পাকিস্তান ফাইনালে ওঠার পরে ইরফান পাঠান খোঁচা দিয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন যে, ‘প্রতিবেশি জয়-পরাজয় তো ক্রিকেটে লেগেই আছে। তবে অনুগ্রহ কিন্তু এভাবে সব সময় পায়ে হেঁটে কাছে আসে না।’ তখনও ভারত আসর থেকে বিদায় নেয়নি। ফাইনাল জয়ের পর ইংল্যান্ডকে খোঁচা দিয়ে, ‘অনুগ্রহের বিশ্বকাপ জয়’ বলে টুইট করেছেন তিনি। কারণ এই ইংল্যান্ডও তো গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের কাছে হেরেছিল।

এছাড়া যুবরাজ সিং, শ্রেয়াস আয়ার বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে অভিন্দন জানিয়েছেন। বেন স্টোকসের ইনিংসের প্রশংসা করেছেন। তবে শচীন টেন্ডুলকার তার টুইটে লিখেছেন, শাহিন আফ্রিদি ইনজুরিতে না পড়লে ফাইনালটা আরও জমতো, ‘দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জেতায় অভিনন্দন ইংল্যান্ড। দারুণ অর্জন। দারুণ লড়াইয়ের এক ফাইনাল এবং শাহিন ইনজুরিতে না পড়লে হয়তো আরও কঠিন ম্যাচ হতো।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com