শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে আলভেসের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   403 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের আগে আলভেসের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ জনের ঘোষিত দলে চমক হয়ে এসেছে দানি আলভেসের নাম। তার বয়স হয়ে গেছে ৩৯ বছর। ইনজুরিতে আছেন। শীর্ষ পর্যায়ের লিগে খেলছেন না। মেক্সিকান ক্লাব পুমাসেও সেরা ছন্দে নেই।

ওই আলভেসকে দলে নেওয়ায় ব্রাজিল কোচ তিতের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে শুরু হয়েছে নতুন ঝামেলা। বিশ্বকাপে যাত্রার মাত্র পাঁচদিন আগে ব্রাজিলের এই রাইট ব্যাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দেশটির ফেডারেল পাবলিক মিনিস্ট্রি তদন্ত শুরু করেছে।

ব্রাজিলের সংবাদ মাধ্যম জি গ্লোবো ডটকম এমনটাই দাবি করেছে। তাদের মতে, ব্রাজিলের সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ডিফেন্ডার একটি এনজিও’র থেকে ৬.২ মিলিয়ন রেইজ (ব্রাজিলিয়ান মুদ্রা) বা ১১ কোটি ৮০ লাখ টাকা নিয়েছেন। অথচ এনজিও’র প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি বা করতে পারেননি। একই অভিযোগে সাবেক খেলোয়াড় এমারসন শেখের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।’

ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম আরও দাবি করেছে, ফান্ড গ্রহণ করেছে মূলত স্থানীয় কিছু এনজিও। যদিও তাদের তেমন কোন কার্যক্রম ছিল না। কিন্তু সরকারের তদন্ত থেকে রেহায় পেতে তারা প্রভাবশালী এবং তারকা খেলোয়াড়দের তাদের সঙ্গে যুক্ত করে। অবশ্য ওই তদন্ত বা আইনি প্রক্রিয়ায় আলভেসের বিশ্বকাপে অংশ নেওয়ায় কোন বাধা আছে কিনা জানানো হয়নি।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com