নিউ ইয়র্কের ব্রুকলীন প্রোসপেক্ট পার্ক এ সন্দ্বীপ ইউনাইটেড উত্তর আমেরিকার আয়োজনে শুরু হয়েছে সন্দ্বীপ কাপ ইউএসএ ফুটবল টুর্নামেন্ট। শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সন্দ্বীপের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, গ্লোবাল পিস অ্যামব্যাসেডর স্যার ড. আবু জাফর মাহমুদ। উদ্বোধনী বক্তব্যে তিনি নিউ ইয়র্ক তথা মার্কিন যুক্তরাষ্ট্রে সন্দ্বীপবাসীর শিল্প সংস্কৃতি ও নিজস্বতা নিয়মিত অনুশীলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সন্দ্বীপ কাপ ইউ এসএ শুধু বাংলাদেশের অন্যান্য জেলার মানুষ নয় বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝেও অসাধারণ এক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে সন্দ্বীপ ইউনাইটেড উত্তর আমেরিকার প্রধান সংগঠক শেখ মো. ফেরদৌস ও মোশাররফ হোসাইনসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্ট আয়োজন কমিটিতে আমগীর হোসাইন -আহবায়ক,নিজামুল ইসলাম সিজার-প্রধান সমন্বয়কারি ও সাইফুল ইসলাম -সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।