শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগ পর্যন্ত চলবে তাইজুল-নাসুমের ‘পরীক্ষা’

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   282 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের আগ পর্যন্ত চলবে তাইজুল-নাসুমের ‘পরীক্ষা’

আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প আজ শেষ হয়েছে। অনুশীলন শেষে নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান কোচ হাথুরুসিংহে। এই সময় নির্দিষ্ট কিছু ক্রিকেটারদের নিয়েও কথা বলতে দেখা যায় তাকে।

বাংলাদেশের ওয়ানডে দলে সাকিব আল হাসানের পর বাঁহাতি স্পিনার কে নিয়মিত খেলবেন তা নিয়ে সঠিক উত্তর কেউই দিতে পারবেন না। তার কারণ হলো তাইজুল ইসলাম ও নাসুম আহমেদ দুইজনই সমান তালে পারফর্ম করে যাচ্ছেন। এক সিরিজ একজন খেলছেন তো পরের সিরিজে আরেকজন।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে গণমাধ্যমের সামনে আসেন বাংলাদেশের কোচ। এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে দেন তাদের ব্যাখ্যা, ‘আমরা আলোচনা করেছি, আমি স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই। বিশ্বকাপের আগে অবধি এমন চলতেই থাকবে।’

পারফর্ম করেও একজন খেলোয়াড়ের এমন আসা-যাওয়ার মধ্যে থাকা পারফরম্যান্সে কোন প্রভাব ফেলবে না বলে মত চন্ডিকার, ‘করবে না। কারণ তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি কেন তারা আছে, কেন নেই। আশা করি প্রভাব ফেলবে না। যদি ফেলে, তাহলে এটা চাপের মধ্যে তাদের পারফর্ম্যান্সেও ইফেক্ট করবে। ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।’

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com