শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   459 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। রোববার রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম, নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল হক ঝলক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও নগদ এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল। টুর্নামেন্টের তত্ত্বাবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা ও খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আমরা খুবই খুশি সাংবাদিকদের বৃহত্তম নির্বাচিত সংগঠন ডিআরইউ সদস্যদের জন্য ফুটবল খেলার আয়োজন করেছে। এই আয়োজন সকল সাংবাদিককে খেলার উৎসবে শামিল করবে বলে আশা করি।’

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘নগদ আর ডিআরইউ এর মধ্যে সবসময় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। আমরা চাই সাংবাদিকেরা তাদের ব্যস্ততার মাঝে আনন্দের একটু সময় কাটান। এতে নিজেদের মধ্যকার সম্পর্ক ভালো হয়ে উঠবে। সে জন্যই আমরা নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের সাথে আছি। ভবিষ্যতেও এমন একসাথে চলতে চাই আমরা।’

শেখ মো. আসলাম বলেন, ‘সাংবাদিকরা সবসময় তাদের লেখা ও ছবির মাধ্যমে আমাদের উৎসাহ দিয়ে আসছেন। এবার তারা নিজেরাই খেলছেন এটা খুব আনন্দের ব্যাপার।’

উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় নগদ লিমিটেডের সাথে ডিআরইউ এর প্রীতি ম্যাচ। এই ম্যাচে নগদের কর্মকর্তাদের সাথে অংশ নেন ডিআরইউ এর সদস্যরা। এই ম্যাচে ট্রফি জিতে নেয় নগদ। ম্যান অব দ্য ম্যাচ হন নগদের গোলরক্ষক কাজী রেজাউল ইসলাম। খেলা শেষে নগদ টিমের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, নগদ এর সিনিয়র ম্যানেজার লিংকন মোহাম্মদ লুৎফুজ্জামান সরকার ও ম্যানেজার দেবব্রত মুখার্জী।

উদ্বোধনী দিনের খেলার রাইজিংবিডি ১-০ গোলে অবজারভারকে, ডেইলি স্টার ৩-১ গোলে সময়ের আলোকে, জনকণ্ঠ ৩-১ গোলে বাংলানিউজ২৪ডটকমকে, বাংলাদেশ টেলিভিশন টাইব্রেকারে নিউ এইজকে, যুগান্তর ২-০ গোলে নিউজ ২৪ কে, এটিএন বাংলা ২-০ গোলে সারাবাংলা.নেটকে, আমাদের সময় ১-০ গোলে বিডিনিউজ২৪ডটকমকে ও বাংলাভিশন ২-০ গোলে ভোরের আকাশকে পরাজিত করে। অপরদিকে নির্ধারিত সময়ে মানবকণ্ঠ মাঠে উপস্থিত না হওয়ায় মানবজমিন এবং মাঠে না আসায় এনটিভি জয়লাভ করে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com