শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ১ লাখ ডলারসহ যুক্তরাষ্ট্রের দুই নাগরিক আটক

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   115 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরে ১ লাখ ডলারসহ যুক্তরাষ্ট্রের দুই নাগরিক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা সমমানের মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। আটক মোহাম্মদ জসিম উদ্দিন (৩৯) ও মোহাম্মদ রেজাউল (৫৯) বাংলাদেশি বংশোদ্ভূত ওই দুই মার্কিন নাগরিক।

বিমানবন্দরের ৫ নং আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে তাঁদের আটক করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। তাঁরা এসব ডলার বহনের কোনো অনুমতি দেখাতে পারেনি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘আটককৃতরা কাতার এয়ারওয়েজের কিউআর–৬৪১ ফ্লাইটে দোহা যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন।’

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘বহির্গামী ওই দুই যাত্রীকে দুপুরে আটক করা হয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।’

তিনি বলেন, ‘মানিলন্ডারিংয়ের অভিযোগে তাঁদের স্ক্যানিংয়ের সময় ধরা হয়। পরে কাস্টমসের অ্যান্টি মানিলন্ডারিং টিম গিয়ে উদ্ধার করে। তাঁদের কাছ থেকে ১ লাখ মার্কিন ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১০ লাখ টাকা।’

কাস্টমস কর্মকর্তা মামুন আরও বলেন, ‘এ ঘটনায় বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com