
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 498 বার পঠিত
কাজী শামসুল হক একজন প্রবীন সাংবাদিক। ২ যুগেরও অধিক সময় ধরে নিউইয়র্কে বসবাস করছেন।এখন সময় পত্রিকার সম্পাদক। গত ৩০ জানুয়ারি ২০২৩ যুত্তরাষ্ট্রের ইমিগ্রেশন কোর্ট তার এসাইলাম মনজুর করেছে। বেসরকারি সংস্থা দেশীজ রাইজিং আপ এন্ড মুভিং (ড্রাম) তাকে আইনী সহায়তা প্রদান করেছে।
Posted ২:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam