শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ানীবাজার সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

মান্নান সভাপতি ও অপু সাধারন সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   583 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মান্নান সভাপতি ও অপু সাধারন সম্পাদক নির্বাচিত

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মান্নান-জুয়েল প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুল মান্নান। আর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ-অপু প্যানেলের সাধারন সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম অপু। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আব্দুল মান্নান মাত্র ১৩ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ১৯৩৭। মিজবাহ আহমেদ পেয়েছেন ১৯২৪ ভোট। প্রায় ২৬১ ভোটের ব্যবধানে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল আলম অপু। অপুর প্রাপ্ত ভোট ২০১৮। এই নির্বাচনে অপুই সর্বোচ্চ ভোট পেয়েছেন। ১৯ সদস্যের কার্যকরি পরিষদের নির্বাচনে সভাপতি, সহসাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছে মান্নান-জুয়েল পরিষদ। সাধারন সম্পাদক সহ ১৬টি পদে বিজয়ী হয়েছেন মিজবাহ-অপু প্যানেলের প্রার্থীরা। মান্নান-জুয়েল পরিষদের অন্য ২ বিজয়ী প্রার্থী হলেন রাজু আহমদ (যুগ্ম সাধারন সম্পাদক) ও আব্দুল হান্নান দুখু কোষাধ্যক্ষ)। সাধারন সম্পাদক পদসহ মিজবাহ-অপু প্যানেলের নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন মুহিবুর রহমান রুহুল (সহসভাপতি), মাহমুদুল কবির রুবেল (সাংগঠনিক সম্পাদক), সিদ্দিক ইসলাম (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), শামসুল আলম শিপলু ( দফতর সম্পাদক), আবু রাসেল (প্রচার সম্পাদক), জামিল আহমেদ জাফরুল (ক্রিড়া সম্পাদক), ফয়েজ আহমেদ (সমাজকল্যান সম্পাদক) ও হাফছা ফেরদৌস হোসেন (মহিলা সম্পাদিকা)। মিজবাহ-অপু প্যানেলের সদস্য পদে নির্বাচিতরা হলেন মাহবুব উদ্দীন আলম, আমিন উদ্দীন,ইকবাল হোসেন, রেজওয়ান আহমদ,মাসুদুর রহমান,শরীফ আহমদ ও ফরহাদ হোসেন। ৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ওজনপার্কের কেন্দ্রে রাত সাড়ে ৮টা অবধি ভোট চলার পর নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন। জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারন সম্পাদক রোকন হাকিম বিয়ানীবাজার সমিতির নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com