
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 718 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে ব্রংকস বাংলাদেশি কমিউনিটি যথাযোগ্য মর্যাদায় মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। পার্কচেষ্টারের গোল্ডেন প্যালেসে ২০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এলাকার ২২টি সংগঠন ও মূলধারার রাজনীতিকসহ শতশত মানুষ এতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন একুশ উদযাপন কমিটির আহবায়ক আব্দুল গাফ্ফার চ্যেধুরী। পরিচালনা করেন সদস্য সচিব এ ইসলাম মামুন ও রেজা আব্দুল্লাহ ।
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন পর্বে বিভিক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতৃবৃন্দ।তারা হলেন গিয়াস আহমেদ ( জেবিবিএ সভাপতি), মোহাম্মদ এন মজুমদার, খলিলুর রহমান, আব্দুর রহিম বাদশা, বখতিয়ার রানা খোকন, ফরিদা ইয়াসমিন, মোঃ আলাউদ্দীন, সামাদ মিয়া যাকের, ফরিদা ইয়াসমিন, কামাল ইদ্দীন, ইমরান আলী টিপু, মসনুর রহমান,বোরহান উদ্দীন,আরিফ রেজা, শামীম আহমেদ, মুকিত চৌধুরী, মোঃ শামীম মিয়া, মনজুর চৌধুরী জগলু, শেখ জামাল হোসেন, নজরুল হক, মাহবুব আলম,ইব্রাহিম বারভূঁইয়া, সাইদুর রহমান লিংকন,হাসান আলী, জুনেদ আহমেদ চৌধুরী, মাকসুদা আহমেদ, কামরুন নাহার রীতা, মেহের চৌধুরী, জামাল আহমেদ চেয়ারম্যান, জামাল আহমেদ, মনজুর চাকলাদার, সিনেটর নাতালিয়া ফার্নান্দেস, এসেমব্লিওম্যান ফারিনা রাইস, সিটি কাউন্সিলর আমেন্দা ফারিয়াস ও অরলান্ডো টরিস। রাত ১২টা ১ মিনিটে বিভিন্ন সংগঠন অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। অংশগ্রহনকারি বিভিন্ন সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রংকস বাংলাদেশ সোসাইটি,বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি, বাংলাদেিিশ কমিউনিটি অব নর্থ ব্রংকস, ব্রংকস বাংলাদেশি উমেন এসোসিয়েশন, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন,রিদয়ে বাংলাদেশ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন ও সুনামগঞ্জ সোসাইটি।
Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam