শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এনটিভি’র জন্মদিন ও আমার ভাবনাঃআফরোজা ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   69 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনটিভি’র জন্মদিন ও আমার ভাবনাঃআফরোজা ইসলাম
টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দ ও শোনা যায়।টেলিভিশন শব্দটি এসেছে ,মূলতঃ প্রাচীন গ্রিক শব্দ ত্যালে অর্থ্যাৎ (দূর)এবং লাতিন শব্দ ভিসিওন অর্থ্যাৎ (দর্শন)থেকে।তাই টেলিভিশনকে বাংলায় কখনো দূরদর্শন যন্ত্র বলা হয় ।টেলিভিশন একটি অতি পরিচিত বিনোদন যন্ত্র ।বিদ্যুৎ শক্তির সাহায্যে কোন কিছুর ছবি এক স্হান থেকে বিশেষ পদ্ধতিতে অন্য স্হানে পাঠানোর ব্যবস্থাই টেলিভিশন ।প্রযুক্তির উন্নয়নে বর্তমানে সাদা-কালো টেলিভিশন বিলুপ্তির পথে ,একপ্রকার নাই বললে চলে ।এখন রঙ্গিন টেলিভিশনের ব্যবহার সর্বতো।
১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্হির ছবি পাঠানো সম্ভব হয় ।এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিস্কার করেন ।ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিস্কার করেন এবং সাদাকালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন।এরপর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু করে বিবিসি।৫০ এর দশকে টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে।
“সময়ের সাথে আগামীর পথে “এ শ্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে বাইশ বছর পেরিয়ে তেইশ বছরে পদার্পণ করলো গণমাধ্যমের দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এন টিভি ।এ উপলক্ষে গতকাল ৭-২-২০২৫ বুধবার নিউইর্য়কের প্রতিনিধি ফরিদ আলম জ্যাকসন হাইটসে (সানাই )রেস্টুরেন্টে এক জ্যাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার আয়োজন করেন ।মালার মতোই সাজানো হয়েছিল অনুষ্ঠানটি।নিউইর্য়কের বিশিষ্ট পেশার ব্যক্তিবর্গ উপস্হিতিতে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠে ।আমরাও ছিলাম অনুষ্ঠানে এবং শেষ পর্যন্ত আনন্দ করেছিলাম।কখন যে মধ্যরাত হয়ে গেছে কারও খেয়াল ছিল না ,সবাই মেতে ছিলেন আনন্দে।খাওয়া দাওয়া ছিল লোভনীয় ও সুস্বাদু ।খাওয়া দাওয়ার পাশাপাশি রাফেল ড্র ব্যবস্থা ছিল আকর্ষণীয় ।নিউইয়র্কের প্রতিনিধি ফরিদ আলম ভাইকে ধন্যবাদ সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য ।শেষে এন টিভি র জন্মদিন উপলক্ষে বিশাল কেক কাটা হয় ।এদিকে তেইশ বছরের পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশেও পালিত হয় ।রাজধানীর কাওরান বাজারে এন টিভির কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয় জন্মদিন ।সেখানেও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন ।তাঁরা বলেন,(চরম দুঃসময়েও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে।ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করবে।)বেশ খানিকটা জায়গা জুড়ে ছিল ফুলে ফুলে ভরে ।
এন টিভির জন্মদিন উপলক্ষে আমি এবং আমার কর্তা ফুল নয়,গাছ ও বেলুন দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলাম।বেলুনের গায়ে লেখা ছিল “ইউ আর মাই স্পেশাল ।”অর্থ্যাৎ এন টিভি আমাদের স্পেশাল চ্যানেলগুলোর একটি ।হয়তো বা একটু ব্যতিক্রম মনে হয়েছে সবার কাছে ,কিন্তু আমি মনে করি গাছ যেমন পাতা বিস্তার করে ছায়া দিয়ে মানুষকে স্বস্তি দেয়,তেমনি এন টিভি মানুষকে বিনোদনের স্বস্তি দিয়ে আসছে এবং সময়ের সাথে আগামির পথে স্বস্তি দিয়ে আসবে।জয় হোক এন টিভির।

 

Facebook Comments Box

Posted ৩:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com