
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মার্চ ২০২৪ | প্রিন্ট | 446 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে মানবতার সেবায় এগিয়ে থাকা গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ইফতার পার্টি আগামী ২৩ মার্চ শনিবার উডসাইডস্থ গুলশান ট্যারেসে (৫৯-১৫ ৩৭ এভিনিউ, কুইন্স) অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক আজকাল সম্পাদক, গোল্ডেন এজ এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ কমিউনিটির সদস্যদের এ ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবার আহবান জানিয়েছেন। গোল্ডেন এজ কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গেল বছর ডিসেম্বরেও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছিল। ৪ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরন করেন গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ। বয়োজেষ্ঠদের হোম কেয়ার সেবা প্রদানে কমিউনিটিতে বিশ্বস্থ প্রতিষ্ঠান হিসেবে প্রসংশা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। কমিউনিটির ধর্মপ্রান ভাইবোনদের নিয়ে একসাথে ইফতার করার জন্যই শাহনেওয়াজ এ পার্টির আয়োজন করেছেন বলে জানিয়েছেন।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
nykagoj.com | Monwarul Islam