রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের শোক প্রকাশ

নিউইয়র্ক ডেস্ক   |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের শোক প্রকাশ

বাংলাদেশের উত্তরবঙ্গের তিন কৃতি সন্তান যথাক্রমে নিউইয়র্কের বিশিষ্ট চিকিৎসক, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. মোহাম্মদ হামিদুজ্জামানের মাতা ফাজিলাতুন নেসা, ফাউন্ডেশনের সভাপতি ডা. চৌধুরী সারোয়ার হাসানের রত্নগর্ভা মাতা রওশনারা নূরুন নাহার এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন এর মাতা আবিদা মনসুরের ইন্তেকালে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে কাকতালীয়ভাবে নিউইয়র্ক প্রবাসী তিন উত্তরবঙ্গবাসীর মাতৃবিয়োগ ঘটেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। উত্তরবঙ্গবাসীদের মধ্যে ডা. মোহাম্মদ হামিদুজ্জামান ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা এবং ডা. চৌধুরী সারোয়ারুল হাসান ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। খবর ইউএনএ’র।
ডা. মোহাম্মদ হামিদুজ্জামানের মাতা ফজিলাতুন নেসা গত ২০ এপ্রিল নিউইয়র্ক সিটির হলিসে কন্যার বাসায়, কণ্ঠশিল্পী বেবী নাজনীনের মাতা আবিদা মনসুর গত ১৭ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে এবং ডা. চৌধুরী সারোয়ারুল হাসানের মাতা রওশন আরা নূরুন নাহার গত ২২ এপ্রিল ঠাকুরগায়ে ইন্তেকাল করেন।

ফাউন্ডেশনের পক্ষে সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন এক বার্তায় বলেন, ‘উত্তরবঙ্গের তিন কৃতি সন্তানের মাতৃবিয়োগে আমরা গভীর শোকাহত। আমরা তাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।’ বার্তায় তিনি শোকাহত পরিবারের সদস্যের প্রতিও সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ পৃথকভাবে ডা. মোহাম্মদ হামিদুজ্জামান, ডা. চৌধুরী সারোয়ার ও বেবী নাজনীনের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব চিত্রনায়ক হেলাল খান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য হাসানুজ্জামান হাসান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com