শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসওম্যান ওকাসিও’র বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে হাউজ এথিকস কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   620 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কংগ্রেসওম্যান ওকাসিও’র বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে হাউজ এথিকস কমিটি

বহুল আলোচিত ও নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান আলেক্সান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এর বিরুদ্ধে আনীত অনিয়মের অভিযোগ দ্যা ইউএস কংগ্রেশনাল এথিকস কমিটি তদন্ত করছে। দ্যা হাউজ কমিটি গত বুধবার এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা স্বীকার করেছে। তবে কিসের ওপর অভিযোগ তা বিস্তারিত জানায় নি। তবে ধারণা করা হচ্ছে, একটি কনজারভেটিভ গ্রুপ ২০২১ সালে অনুষ্ঠিত মেটা গালা’য় অংশগ্রহন নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেশনাল এথিকস কমিটি দল নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করে। কোন হাউজ ল’ মেকার বা তাদের কোন স্টাফ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়লে তা তদন্ত করে থাকে। গত জুন মাসে কমিটি ওকাসিও’র বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। ২০২৩ সালে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে কমিটি জানিয়েছে।
ওকাসিও’র অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কংগ্রেসওম্যান নৈতিকতার বিষয়টি খুবই গুরত্বের সাথে দেখেন। এমনকি তিনি লবিস্ট, করপোরেশন বা অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ঠদের অনুদান বা ডোনেশন গ্রহন করেন না। আমরা নিশ্চিত, বিষয়টি তদন্ত শেষে ভেস্তে যাবে।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com