শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি হারুন বললেনঃ সবই গুজব, পালাচ্ছি না

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   370 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিবি হারুন বললেনঃ সবই গুজব, পালাচ্ছি না

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ ও সরকারি কর্মকর্তার  দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ভিডিওকে ‘গুজব’ বলে অভিহিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা শুধু আমাকে নিয়ে নয়, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দেশের বাইরে থেকেও কিছু লোক সরকারি কর্মকর্তাদের নিয়ে ভিডিও করছে। তারা বলছে, অনেক সরকারি কর্মকর্তা দেশের বাইরে যাওয়ার পর ফিরবেন না। এটা সম্পূর্ণ গুজব।’

হারুন আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমতি প্রাপ্তি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এর জন্য একাধিক স্তরে অনুমোদনের প্রয়োজন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার ও ভিউ বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যই লোকজন এ ধরনের ভিডিও তৈরি করে বলে মনে করেন তিনি।

ডিবি প্রধান আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদেরও অন্যদের মতোই পরিবার আছে এবং বিশেষ কারণে তাদের ছুটির প্রয়োজন হয়। কেউ যদি মনে করে এ ধরনের ভিডিও বানালে পুলিশের মনোবল ভেঙে পড়বে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

‘তারা যদি পুলিশের বিরুদ্ধে এসব কথা ছড়ায়, তাহলে তারা ভিউ পেতে পারে, অর্থ উপার্জন করতে পারে। কিন্তু আমি পুলিশের মনোবল ভাঙার কোনো কারণ দেখছি না’, যোগ করেন তিনি।

সম্প্রতি ডিবি প্রধান হারুন সিঙ্গাপুরে নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য ১৩ দিনের ছুটি নিয়েছিলেন। ছুটির আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি আর দেশে ফিরবেন না বলে গুঞ্জন ওঠে। (সূত্র-ডেইলি স্টার)

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com