শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   372 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহিষের গুঁতোয় আহত সাবেক এমপি বদি

মহিষের গুঁতোয় আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। আজ রবিবার বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল।

রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয় মাটিতে পড়ে যান তিনি। পরে বদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য। ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন তিনি। ষাঁড়ের পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com