
ডেস্ক রিপোর্ট | শনিবার, ১২ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 483 বার পঠিত | পড়ুন মিনিটে
শুক্রবার দিবাগত রাতে মুম্বই বিমানবন্দরে কয়েক ঘন্টার জন্য থামিয়ে দেয়া হয় বলিউড বাদশা বলে খ্যাত অভিনেতা শাহরুখ খানকে। তিনি ও তার সঙ্গীদের ব্যাগে কিছু বিলাসবহুল ঘড়ি থাকার কারণে কাস্টমস বিভাগ তাকে থামিয়ে দেয়। পরে তিনি ৬ লাখ ৮৩ হাজার রুপি কাস্টমস ডিউটি শোধ করেন। এরপরই তাকে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, শারজাতে একটি ইভেন্টে অংশ নিয়ে ফিরছিলেন শাহরুখ। তিনি একটি প্রাইভেজ জেটে করে মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এ অবতরণ করেন। সঙ্গীদের সঙ্গে তিনি টার্মিনাল ত্যাগ করার সময় ব্যাগে ওইসব বিলাসবহুল ঘড়ির সন্ধান মেলে। এরপর শাহরুখ খান ও তার ম্যানেজার কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাধ্য হন। তার সঙ্গে ছিলেন দেহরক্ষীসহ আরও কিছু ব্যক্তি।
Posted ২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২
nykagoj.com | Monwarul Islam