শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে ১০ লাখ ড্রাইভার লাইসেন্স হ্যাকের শিকার

কাগজ রিপোর্ট   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   358 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ১০ লাখ ড্রাইভার লাইসেন্স হ্যাকের শিকার

নিউইয়র্কে ১০ লাখ ড্রাইভার লাইসেন্সের তথ্য হ্যাক হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই মুভিং ভাইয়োলেশনের টিকেটপ্রাপ্ত। লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে টিকেটপ্রাপ্ত লাইসেন্সগুলোর তথ্য কম্প্রোমাইজড হয়েছে সবচেয়ে বেশি। এই ১ কাউন্টেতে লাইসেন্স হ্যাক হবার সংখ্যা ৪ লাখ ৭০ হাজার। গত ৮ সেপ্টেম্বর কাউন্টি অফিস সাইবার হামলার মুখোমুখি হয়। গত বুধবার সাফোক কাউন্টি অফিস এ তথ্য প্রকাশ করে। লং আইল্যান্ডের বেবিলন, ব্রুকহ্যাভেন, হান্টিংটন, আইস্লিপ ও স্মিথটাউন এলাকায় ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যারা পুলিশের টিকেট খেয়েছেন তাদেরই তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছেন কাউন্টি কর্মকর্তারার। যারা টিকেট বা ভায়োলেশনের জন্য ক্রেডিটকার্ডে অর্থ প্রদান করছেন তাদেওর ক্রেডিটকার্ডও কম্প্রোমাইজড হবার সম্ভাবনা রয়েছে। কাউন্টি ক্ষতিগ্রস্থদের আগামী ১ বছরের জন্য এন্টিথেপট প্রোটেকশন প্রদান করেছে।
এদিকে আপস্টেট নিউইয়র্কের বেশ কয়েকটি কাউন্টির বাসিন্দারাও সাইবার এটাকের শিকার হয়েছেন। এদের মধ্যে আলবেনি, সারাটোগা,এরি , আলস্টার ও জেফারসন কাউন্টি সবচেয়ে বেশি হ্যাকে ক্ষতিগ্রস্থ। নিউইয়র্ক সিটির ড্রাইভাররা এটাকমুক্ত রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com