সাবেক পুলিশ কমিশনার বেনজিরকে নিয়ে নানা কাহিনী বেরিয়ে আসছে। নিউইয়র্কে তার সফরের সময় অনেকেই কাছে যাবার প্রতিযোগিতায় ছিলেন। এখন তাদের মুখে কুলপ। দেশে আয়েশা সিদ্দিকা নামক এক পুলিশ অফিসারের সাথ বেনজিরের ভীষন সখ্যতা। বেনজীরের জমি দখল করে দিতেন আয়েশা সিদ্দিকা। বেনজীর যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তখন আয়েশা ছিলেন গুলশানের এসি। পরবর্তীতে প্রমোশন পেয়ে অ্যাডিশনাল এসপি হলে ডিএমপিতে পোস্টিং হয় আয়েশার। বেনজির তাকে আবারো গুলশানের এডিসি করে। বিদেশে পালিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
পরবর্তীতে বেনজীর পুলিশের আইজি হলে তিনি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেন। বেনজির যতদিন আইজি ছিলেন আয়েশা সিদ্দিকা ততদিন গোপালগঞ্জের এসপি ছিলেন। গোপালগঞ্জে বেনজীরের জমি দখলের কাজে প্রতিদিন তিন বেলা ৫০ জন লাঠিয়ালের খাবার গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে আয়েশা সিদ্দিকা পাঠাতেন। মোটা বেনজীরের সাভানা রিসোর্টকে রক্ষার জন্য আয়েশা একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন। বেনজীরের লোকজন ড্রোন দিয়ে ভালো জমি চিহ্নিত করার পর আয়েশা তা দখল করে দিতেন।
অভিযোগ রয়েছেে, এই সিদ্দিকা পুলিশ অফিসার যে কি না বেগম খালেদার জিয়াকে ২০১৩ সালে মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামে যেতে না দিয়ে গুলশানের বাসায় আটকে দিয়েছিলেন।
আয়েশাা একজন চৌকষ অফিসার। তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৪ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।