শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দালাল ৫১ সাংবাদিক ও বাস্তবতা!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   464 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দালাল ৫১ সাংবাদিক ও বাস্তবতা!

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫১ জন সাংবাদিককে দালাল আখ্যায়িত করে একটি তালিকা প্রকাশ করেছে। তারা কথাবার্তায় ও আচরনে শেখ হাসিনার বন্দনায় লিপ্ত থাকতেন। সরকার সর্মথিত সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছিলেনও। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে একটি দলের সর্মথক হবার তাদের অধিকার অবশ্যই রয়েছে। মতাদর্শে বিশ্বাস থাকতেই পারে। দোষের কিছু নয়। প্রশ্নটি হচ্ছে, পেশাগত দায়িত্ববোধ থেকে তারা স্বচ্ছ ছিলেন কিনা। ঢালাওভাবে তাদের দালাল বলে আখ্যায়িত করাকে সাংবাদিকদের জন্যও মর্যাদাকর নয়। পেশার বাইরের লোকজন এভাবে ঢালাও মন্তব্য করবে তা মেনে নেয়া যায় কি? এ ধরনের বক্তব্য সরকার পরিবর্তনের সাথে সাথে আসতেই থাকবে ভবিষ্যতে।যাদের নামে তালিকা প্রকাশ করা হয়েছে তারা পেশায় সিনিয়র। পেশাটিকে বির্তকিত করার দায় কি তারা এড়াতে পারবেন? আর এভাবে আখ্যা দেয়ার অধিকার কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে? আমরা লজ্জিত!

৫১ সাংবাদিকদের তালিকা প্রকাশ, নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন. দালাল সাংবাদিকদের তালিকাঃ ১। ফরিদা ইয়াসমিন (সভাপতি, প্রেস ক্লাব) ২। শ্যামল দত্ত (সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব) ৩। প্রভাষ আমিন (সদস্য, প্রেস ক্লাব) ৪। জাহেদুল আহসান পিন্টু (সদস্য, প্রেস ক্লাব) ৫। মোজাম্মেল বাবু (মালিক, ৭১ টিভি) ৬। আশীষ সৈকত ৭। ইকবাল সোবহান চৌধুরী ৮। সোহেল হাসান চৌধুরী ৯। ফারজানা রুপা ১০। আরিফ জেফতিক ১১। অশোক চৌধুরী ১২। শাহজান সরদার ১৩। সুভাষ সিংহ রায় ১৪। আজমল হক হেলাল ১৫। আবুল খায়ের ১৬। মঞ্জুরুল ইসলাম (ডিবিসি) ১৭। প্রণব সাহা (ডিবিসি) ১৮। নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন) ১৯। খায়রুল আলম (ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং ডিইউজে নেতা) ২০। সাইফুল আলম (যুগান্তর) ২১। আবেদ খান ২২। সুভাষ চন্দ্র বাদল ২৩। জ ই মামুন ২৪। জাফর ওয়াজেদ (পিআইবি) ২৫। শাহনাজ সিদ্দিকী (বিএসএস) ২৬। সাইফুল ইসলাম কল্লোল (বিএসএস) ২৭। পাভেল রহমান ২৮। আজিজুল ইসলাম ভুঁইয়া ২৯। সৈয়দ বোরহান কবির ৩০। শাবান মাহমুদ ৩১। সৈয়দ ইশতিয়াক রেজা ৩২। মোল্লা আমজাদ ৩৩। শফিকুর রহমান ৩৪। আবুল কালাম আজাদ ৩৫। মামুন আব্দুল্লাহ (ইন্ডিপেনডেন্ট টিভি) ৩৬। সোমা ইসলাম (চ্যানেল আই) ৩৭। শ্যামল সরকার (ইত্তেফাক) ৩৮। অজয় দাশ (সমকাল) ৩৯। আলমগীর হোসেন (সমকাল) ৪০। শাকিল আহমেদ (৭১ টিভি) ৪১। রামা প্রসাদ (সমকাল) ৪২। সঞ্জয় সাহা পিয়াল (সমকাল) ৪৩। ফরাজী আজমল (ইত্তেফাক) ৪৪। আনিসুর রহমান (বিএসএস) ৪৫। স্বপন বসু (বিএসএস) ৪৬। হাসান জাবেদ (এনটিভি) ৪৭। মিথিলা ফারজানা (৭১ টিভি) ৪৮। শবনম আজিম (৭১ টিভি) ৪৯। এনামুল হক চৌধুরী ৫০। দিপক কুমার আচার্য ৫১। নাঈমুল ইসলাম খান

Facebook Comments Box

Posted ৩:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com