শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে ‘জিন্জিরা মেড মুক্তিযোদ্ধা’ প্রসঙ্গে বরেণ্য সাংবাদিক মনজুর আহমেদ

মনজুর আহমেদের ফেসবুক থেকে সংগৃহীত   |   শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   280 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ‘জিন্জিরা মেড মুক্তিযোদ্ধা’ প্রসঙ্গে বরেণ্য সাংবাদিক মনজুর আহমেদ

নিউইয়র্কে মুক্তযোদ্ধার সংখ্যা দ্রুতহারে বেড়ে চলেছে। এবং সবাই নিজের ঢাক পিটিয়ে অন্যকে বলেন ’ভুয়া’। এখানে এরা এখন তামাশার পাত্র। অনেকেই ঠাট্টা করে এদের বলেন ‘জিন্জিরা মেড মুক্তিযোদ্ধা’। বিশ বছর আগে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল হাতে গোনা। তখন যাদেরকে জানতাম তারা ছিলেন কমিউনিটির সবার শ্রদ্ধার পাত্র। কিন্তু মুক্তিযোদ্ধাদের সেই শ্রদ্ধার জায়গাটা ধুলিসাৎ করে দিয়েছে এই ভুয়া মুক্তিযোদ্ধারা। ভুয়াদের দাপট এখন সর্বত্র। আর সে দাপটে কমিউনিটি অতিষ্ঠ।

মুক্তিযোদ্ধাদের সম্মাননা জ্ঞাপন এখন এক হিডিকে পরিণত হয়েছে। এখানে গজিয়ে ওঠা অসংখ্য সংগঠন প্রায়ই মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে থাকে। ভুয়াদের সঙ্গে সঙ্গে দুই-একজন প্রকৃত মুক্তিযোদ্ধাও এ সম্মাননা নিয়ে থাকেন। তাদের বোধহয় একটু বিবেচনা করে দেখা উচিত, এইসব ব্যাঙের ছাতা সংগঠনের কাছ থেকে সম্মাননা নিয়ে তারা ধন্য হচ্ছেন না সম্মাননা দিয়ে সেই সংগঠন ধন্য হচ্ছে!

একটা আবেদন তাদের প্রতি, সম্মাননা নেয়ার জন্য মুক্তিযোদ্ধাদের যেমন যোগ্যতা থাকা প্রয়োজন তেমনি সম্মাননা দেয়ার যোগ্যতাও সব সংগঠন রাখে কিনা তা তারা বিবেচনা করে দেখবেন।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ট্রায়াল ছবি
(332 বার পঠিত)
(212 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com