
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 221 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউয়র্কে যথাযোগ্য মর্যাদায় প্রবিনদের নিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সেখানে আলোচনা সভা ও শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নিউইয়র্ক সিটির আশা হোম কেয়ার ও আশা অ্যাডাল্ট ডে কেয়ার এই অনুষ্ঠানের আয়োজন করে। সিটির জ্যামাইকা এলাকায় আশা অ্যাডাল্ট ডে কেয়ার পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ও উপস্থাপক সৌরভ ইমামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, ভাইস প্রেসিডেন্ট এশা রহমান, ফজলুল কাদের চৌধুরী, শামসুল হকসহ অন্যরা।
এই সময় অনুষ্ঠানের সিইও আকাশ রহমান বলেন, ভাষাশহিদরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদরা শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেননি, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদেরও সূচনা হয়েছিল তাদের আত্মত্যাগের মাধ্যমে।
অন্য বক্তারাও ভাষা শহীদেও আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমন্ত্রিত অতিথরা ফুলের শ্রদ্ধা জানান।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam